দুই অধিনায়কের রেকর্ডে ভাগ বসালেন বেয়ারস্টো, ইংল্যান্ডের জয়

Read Time:2 Minute, 32 Second

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অনুপস্থিত ছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তুললেন। রীতিমতো রেকর্ডের খাতায় নাম লেখালেন।

আইরিশ বোলারদের তুলোধুনো করে মাত্র ৪১ বলে খেলে ৮২ রান করেছেন। এই ৮২ রানের প্রথম অর্ধশতক আসে মাত্র ২১ বলে।

যা ইংল্যান্ডের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড। অর্থাৎ ২১ বলে হাফসেঞ্চুরি করা স্বদেশি অধিনায়ক ইয়ন মরগ্যানের রেকর্ডে ভাগ বসালেন বেয়ারস্টো।

বেয়ারস্টোর এই তাণ্ডবপূর্ণ ইনিংসে ভর করে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড।

দেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটি করে অধিনায়ক মরগানের রেকর্ডে ভাগ বসানোর পর জানা গেল, বর্তমান টেস্ট দলের অধিনায়ক জো রুটের একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন বেয়ারস্টো। ইংল্যান্ডের হয়ে দ্রুততম ৩ হাজার ওয়ানডে রানের রেকর্ডও গড়েছেন তিনি। ক্যারিয়ারের ৩ হাজার রান পূরণ করেছেন ৭২ ইনিংস। সমান ৭২ ইনিংস লেগেছিল টেস্ট অধিনায়ক জো রুটেরও।

রোববার সাউদাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

সর্বোচ্চ ৬৮ রান আসে কুর্টিস ক্যাম্পারের ব্যাট থেকে। জবাবে জেসন রয় শূন্য রানে আউট হয়ে গেলেও ওপেনার জনি বেয়ারস্টোর ২টি ছক্কা ও ১৪ বাউন্ডারিতে করেন ৮২ রান।

শেষ দিকে স্যাম বিলিংস ৬১ বলে অপরাজিত ৪৬ এবং ডেভিড উইলি ৪৬ বলে করেন অপরাজিত ৪৭ রানের পর ৩২.৩ ওভারেই ৪ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post যেসব রোগ সারাবে শজনে ডাঁটা
Next post টিকটকের মার্কিন শাখা কিনতে যাচ্ছে মাইক্রোসফট